Sunday, September 8, 2024
- Advertisment -spot_img

ঝাড়গ্রামের আমলাচটিতে হাতির হামলায় গুরুতর জখম বন দপ্তরের এক ফরেস্ট গার্ড এলাকায় চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলায় হাতির হামলার ঘটনা অব্যাহত রয়েছে। রবিবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি অঞ্চলের বরিয়া এলাকার এক বাসিন্দাকে একটি দাঁতাল হাতি মাটিতে ফেলে মেরে দেয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার ওই একই অঞ্চলের আমলাচটি ভেষজ উদ্যান এর কাছে বন দপ্তরের লোধাসুলি রেঞ্জের ফরেস্ট গার্ড বুদ্ধদেব সবরের উপর আচমকা হামলা চালায় একটি হাতি। ওই এলাকায় চারটি হাতি রয়েছে। সেই চারটি হাতি কে সোমবার বিকালে ড্রাইভ করার কথা ছিল। ড্রাইভ করার আগেই বন দপ্তরের এক কর্মীর উপর হামলা চালালো একটি হাতি । স্থানীয় বাসিন্দারা এসে তাকে উদ্ধার করে।তার ডান পা ভেঙে দিয়েছে হাতি। বুদ্ধদেব সবর যখন হাতিকে ড্রাইভ করার প্রস্তুতির কাজ করছিলেন ।সেই সময় একটি হাতি অতর্কিতে এসে তার ওপর হামলা চালায় বলে স্থানীয় বাসিন্দারা জানান। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড়শালবনি অঞ্চলের আমলাচটি ভেষজ উদ্যান এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন ।যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রায় ৩৬ বছর বয়সী বনদপ্তর এর কর্মী বুদ্ধদেব শহরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

____________

Elephant attacks continue in Jhargram district. On Sunday, a resident of Boria area of ​​Garh Shalbani area of ​​Jhargram block of Jhargram district was killed by a toothed elephant. An elephant suddenly attacked Buddhadev Saber, a forest guard at the Lodhasuli Range of the Forest Department, near the Amlachati Herbal Garden in the same area on Monday. There are four elephants in the area. The four elephants were supposed to drive on Monday afternoon. Before they could drive, an elephant attacked a forest department employee. The locals came and rescued him. The elephant broke his right leg. While Buddhadeb Sabar was preparing to drive the elephant, an elephant suddenly came and attacked him, locals said. He was rescued in critical condition and admitted to Jhargram Super Specialty Hospital. The incident caused a stir in the area. Residents of Amlachati Herbal Garden in Garshalbani area of ​​Jhargram block of Jhargram district panicked. As a result, the incident caused a stir in the area. Buddhadeb, a 38-year-old forest department official, said the condition of the town was critical.

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments