ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই এলাকা পরিদর্শনে বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো, দিলেন পাশে দাঁড়ানোর আশ্বাস
ঝাড়গ্রাম: প্রত্যেক সমস্যাতেই এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ান গোপীবল্লভপুর-এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো। এবারে বৃষ্টি শুরু হতেই এলাকা ঘুরে দেখলেন ডাক্তার বিধায়ক। জানা গিয়েছে, ১৮ জুন শুক্রবার, আমদই এলাকায় ঝড় বৃষ্টির জন্য সমস্যায় পড়ে এলাকাবাসী। কংসাবতী নদীর উপর অস্থায়ী যে সেতু ছিল, তা ভেঙে পড়ে বৃষ্টির ফলে। বিপাকে পড়েন হাজার হাজার মানুষ। তারপরই তিনি নিজে আমদই এলাকায় গিয়ে এলাকাবাসীর সাথে সরাসরি কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি বলেন বিষয়টা নিয়ে তিনি প্রশাসনের আধিকারিকদের সাথে কথা বলবেন। তিনি আরও বলেন, মানুষকে কোনরূপ দূর্ভোগে পড়তে দেবেন না তিনি। দুর্ভোগ এড়াতে যেকোনো রকম প্রয়োজনীয় পদক্ষেপ তিনি নেবেন। এর পাশাপাশি তিনি জেলার বিভিন্ন অঞ্চলে খোঁজখবর নিচ্ছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখছেন।
আরও খবর:আর বাড়ি থেকে বের হতে পারবেন না ঝাড়গ্রামের এই এলাকা গুলির বাসিন্দারা, জানুন বিস্তারিত
প্রসঙ্গত, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত ঝাড়গ্রাম ব্লকের চুবকা অঞ্চলের আমদই এলাকার কংসাবতী নদীর উপর অস্থায়ী একটি বাঁশের সেতু ছিল। ওই সেতু পেরিয়ে খুব কম সময়ে মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী হয়ে মেদিনীপুর শহরে যাতায়াত করতেন বহু মানুষ। একই ভাবে মেদিনীপুর থেকেও খুব কম সময়ে বহু মানুষ ঝাড়গ্রাম যাতায়াত করতেন।ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়েছে বর্ষা। প্রবল বৃষ্টির ফলে কংসাবতী, ডুলুং, সুবর্ণরেখা নদীতে জল বাড়ছে হু হু করে। এর ফলস্বরূপ কংসাবতী নদীর জলের স্রোতে আমদই এলাকায় থাকা সেতুটি ভেঙে গিয়েছে। সেতুটি ভেঙে যাওয়ায় ঘুর পথে মানুষজনকে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় বেশি লাগার পাশাপাশি প্রাণের ঝুঁকিও থাকছে। যার ফলে চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। বিপাকে পড়েছেন তারা।