Wednesday, October 16, 2024
- Advertisment -spot_img

জামবনিতে বিজেপি কর্মীর খুনের তদন্তে এল কেন্দ্রীয় তদন্তকারী দল

স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের জামবনি থানার ভাদুই গ্রামে বিজেপি কর্মীর মৃত্যুর তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী প্রতিনিধি দল ১৪ জুন, সোমবার বিকেলে ৫ টা নাগাত ভাদুই গ্রামে এসে পৌঁছায়। কেন্দ্রীয় তদন্তকারী দলের সামনে কান্নায় ভেঙে পড়েন কিশোরের মা। এরপর তদন্তকারী দলের সঙ্গে একান্তে সম্পূর্ণ ঘটনার বিবরণ লিপিবদ্ধ করেন তিনি। প্রসঙ্গত, রাজনৈতিক হিংসার জেরে গত ৫ ই মে সন্ধেবেলা ভাদুই গ্রামের বিজেপির কিষান মোর্চার নেতা কিশোরী মান্ডি দুষ্কৃতীদের হাতে খুন হন। স্বাভাবিক ভাবেই এই ঘটনাতেও রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি লক্ষ্য করা যায়। পদ্ম শিবিরের পক্ষ থেকে অভিযোগের আঙ্গুল তোলা হয় ঘাসফুল শিবিরের দিকে। তবে এই অভিযোগ একেবারে ভিত্তিহীন এমনটাই পরিষ্কার জানিয়ে দেয় ঘাসফুল শিবির। তৃণমূল নেতৃত্বের স্পষ্ট বক্তব্য, এই মৃত্যুর ঘটনায় তাদের কোনো হাত নেই। পাশাপাশি সবুজ সেনারা গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ করে, বিজেপির অন্তর কলহের ফল এই খুনের ঘটনা। জানা গেছে, প্রতি দিনের মতোই ঐদিনও কিশোর তার রেলে কর্মরত বাবাকে ঝাড়গ্রাম থেকে আনার জন্য বাড়ি থেকে মোটর বাইক নিয়ে বেরিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২ মে তৃতীয়বারের জন্য ঘাসফুল শিবির সরকার গঠন করার পর বিভিন্ন এলাকায় অশান্তি সৃষ্টি হয়। কোন স্থানে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব আবার কোনো স্থানে বিজেপি অন্তর্দ্বন্দ্ব প্রাণ কেড়েছে অনেক মানুষের। তবে কোন বিষয়ের জেরে কিশোর মান্ডির খুন হলো সেই রহস্যের উন্মোচন করতেই কেন্দ্রীয় তদন্তকারী দলের আগমন।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments