অনিন্দ্য বাসাক, কলকাতা: অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি ছেড়ে আবার ঘাসফুলে ফিরতে চলেছেন মুকুল রায়। সূত্রের খবর অনুযায়ী জানা যায় শুক্রবারেই সপুত্র সহ মুকুল রায় যাচ্ছেন তৃণমূল ভবনে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের আরও অন্যান্য নেতাদের উপস্থিতিতে মুকুল রায় এবং শুভ্রাংশু রায় তৃণমূলে যোগ দেবেন বলে জানা যায়।
সূত্রের খবর অনুযায়ী গত কয়েকদিন ধরেই মুকুল বিজেপি-র থেকে দূরত্ব বাড়াচ্ছিলেন এছাড়াও তিনি দলের বৈঠকেও যাননি। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ভোটে দাঁড়িয়েছিলেন এবং বিধায়কও হয়েছেন বটে। কিন্তু শপথ নেওয়া ছাড়া তাকে অন্য কোনও ভূমিকায় দেখা যায়নি। বরং স্ত্রী-র অসুস্থতা কারনে তাঁর সঙ্গে বিজেপি-র দূরত্ব বাড়ছিল এবং তার পাশাপাশি দূরত্ব কমছিল তৃণমূলের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকেই মুকুল সম্পর্কে প্রকাশ্যেই সহানুভূতি দেখিয়েছেন। মুকুলও প্রচারে নেমে মমতা-বিরোধী একটি কথাও বলেননি।সব মিলিয়ে বলাই যায় যে পদ্মশিবিরের খুব একটা ভালো ছিলেন না মুকুল রায়। মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে এলে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিতে পারবে তৃণমূল। কারণ, বিভিন্ন নেতাদের তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়া শুরু হয়েছিল মুকুলকে দিয়েই। তারপর একে একে জোড়াফুল থেকে পদ্মফুলে নাম লিখিয়েছিলেন অর্জুন সিংহ, সব্যসাচী দত্ত, শোভন চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় প্রমুখ।মুকুল রায়ের এই তৃনমূলে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে বেশ বড়ো সাড়া দিয়েছে। তবে মুকুল রায় কি একাই তৃণমূলে ফিরবেন নাকি তার সাথে আরও কিছু নেতারাও দ্রুত ফিরবেন, সে প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি।