Monday, December 2, 2024
- Advertisment -spot_img

জঙ্গলমহলে হাতির তাণ্ডব, আতঙ্কেই দিন কাটাচ্ছেন এলাকাবাসীরা

জঙ্গলমহল বার্তা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের  জামবেদিয়া, ধানশোল, সহ বেশকিছু গ্রামে গত দুদিন হাতির তাণ্ডবে একপ্রকার আতঙ্কের মধ্যে রয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দার। ঘূর্ণিঝড় ইয়াশ এর মত বিপর্যয় এর আতঙ্ক কাটতে না কাটতেই জঙ্গলমহলে শুরু হলো হাতির তান্ডব লীলা ফলে বেশ চিন্তার মুখে রয়েছেন জঙ্গলমহলবাসী। ইয়াসের তান্ডব সেরকমভাবে এই সমস্ত এলাকাগুলিতে না দেখা গেলেও বিপর্যয়ের পর হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ৩০ থেকে ৪০ টি ঘর। এই নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল এর জামবেদিয়া, ধান শোলা গ্রামের বাসিন্দারা। রাত নামলেই জঙ্গল থেকে লোকালয়ে প্রবেশ করছে হাতির দল, খাবারের সন্ধানে ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে পথে আশা সমস্থকিছু ।

হাতির তাণ্ডবের এই খবর পেয়েই এলাকা পরিদর্শনে যান সাঁকরাইল  ব্লক সভাপতি কমল কান্ত রাউত এবং
পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত বাড়ি গুলিও ঘুরে দেখেন সেই দিন। ক্ষতিগ্রস্ত  পরিবার গুলোকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি এদিন। গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা বলেন, এখোনো ৩০ থেকে ৪০ টি হাতি সাঁকরাইল এর জঙ্গল লাগোয়া বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এবং কার্যত আতঙ্কেই দিন কাটাতে হচ্ছে তাঁদের।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments