নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের আর্থিক সহায়তায় চাঁদাবিলা অতলান্ত পাঠাগার ও ক্লাবের আয়োজনে পাঠাগারের কমিউনিটি হলে অনুষ্ঠিত হল দশম বর্ষ সাধারণ গ্রন্থাগার দিবস। ঝাড়গ্রাম গ্রন্থাগার কৃত্যকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের অনিমা মাহাত ও চাঁদাবিলা এস. সি. হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা পর্ণরেখা সাম (দে) ।
পাঠাগারের গ্রন্থাগারিক সমরজিৎ দে স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন, এরপর অতিথিগণ ছাত্র জীবনে গ্রন্থাগারের ভূমিকা এবং মুদ্রিত বইয়ের উপকারিতা সম্পর্কে তাদের মূল্যবাণ বক্তব্য উপস্থাপনা করেন। এদিনের অনুষ্ঠানে ৬০ জন পাঠক উপস্থিত ছিলেন, পাঠাগারের সেরা পাঠক হিসেবে রসন মাহাতকে বই, স্মারক ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়, এবং পাঠাগারে আয়োজিত অঙ্কণ প্রতিযোগিতার পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পর্ণরেখা সাম (দে) মহাশয়া পাঠাগারের উন্নতিকল্পে ৫০০০ টাকা দান করেন, পাঠাগারের গ্রন্থাগারিক সমরজিৎ দে ও সম্পাদক মন্টুচরণ মাহাত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। চাঁদাবিলা পাঠাগার সহ ঝাড়গ্রাম জেলার ২২টি সাধারণ গ্রন্থাগারে এদিন সাড়ম্বরে পালিত হল সাধারণ গ্রন্থাগার দিবস।