জঙ্গলমহল বার্তা, ঝাড়গ্রাম:- আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রবল ঘূর্ণিঝড় আছড়েপড়বে বলে জনগণকে সতর্ক করে মাইকিং করে প্রচার শুরু করেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের অন্তর্গত বেলিয়াবেড়া থানার পুলিশ। বৃহস্পতিবার বেলিয়াবেড়া থানার পুলিশের পক্ষ থেকে রান্টুয়া, তপসিয়া, বেলিয়াবেড়া, গোয়ালমারা সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে জনগণকে সতর্ক থাকার আবেদন জানানো হয় । সেই সঙ্গে জরুরী কাজ ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে আগামী ৭২ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় “জশ”আছড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার জন্য আবেদন জানানো হয়েছে। ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রাম গুলির বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। বেলিয়াবেড়া থানার পাশাপাশি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর, নয়াগ্রাম, সাঁকরাইল সহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক প্রচার করা হয় ।পুলিশের পক্ষ থেকে সকলকে নিরাপদ স্থানে থাকার জন্য আগাম সতর্কতা করে প্রচার করা হয়। ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবিলা করার জন্য ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতামূলক প্রচার এর পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। জেলার প্রতিটি থানা ও ব্লক প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সর্বস্তরের মানুষকে নিরাপদ স্থানে থাকার আবেদন জানানো হয়েছে। গোপীবল্লভপুরের সুবর্নরেখা নদী তীরবর্তী এলাকা থেকে বেলিয়াবেড়া থানার সমস্ত এলাকায় ঘূর্ণি ঝড় “জশ” এর কবল থেকে রক্ষা পেতে এবং পরিস্থিতি মোকাবিলা করার জন্য বেলিয়াবেড়া প্রশাসনের পক্ষ থেকে সবরকম বেবস্থ্যা গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।