Wednesday, October 16, 2024
- Advertisment -spot_img

গোপীবল্লভপুর বিধানসভা এলাকার নদী তীরবর্তী গ্ৰাম গুলি ঘুরে দেখলেন বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাতো

ঝাড়গ্রাম:- ঘূর্ণিঝড়ের ফলে প্রবল নিম্নচাপ সৃষ্টি হয়। যার প্রভাবে ঝাড়খন্ড রাজ্যে প্রচুর বৃষ্টি হয় ।ঝাড়খন্ডে প্রবল বৃষ্টির ফলে গালুডি জলধারা থেকে জল ছাড়া হয় সেই জল সুবর্ণরেখা নদী তে এসে পড়ে।বৃহস্পতিবার তিন লক্ষ কিউসেক জল গালুডি জলাধার থেকে ছাড়া হয়।যার ফলে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর , বেলিয়াবেড়া, সাঁকরাইল,নয়াগ্রাম থানা এলাকায় সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই শুক্রবার গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো সাঁকরাইল ও বেলিয়াবেড়া থানা এলাকায় সুবর্ণরেখা নদীর তীরবর্তী এলাকা গুলি ঘুরে দেখেন এবং গ্রামবাসীদের সতর্ক করেন ।যারা নিচু এলাকায় রয়েছেন তাদের নিরাপদ স্থানে যাওয়ার আবেদন জানান। গোপীবল্লভপুর এর বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাতো আরও বলেন যে সুবর্ণরেখা নদী তে যেকোনো সময় জল বাড়তে পারে। যার ফলে নদী তীরবর্তী এলাকায় গুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ওই এলাকার বাসিন্দাদের তিনি সতর্ক থাকার আবেদন জানান ।সেই সঙ্গে নিচু এলাকা থেকে নিরাপদ স্থানে গিয়ে থাকারও তিনি আবেদন জানান। বিধায়কের পাশাপাশি ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার জন্য মাইকিং করে প্রচার করা হচ্ছে। সেই সঙ্গে ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সুবর্ণ রেখা নদীতে জল বাড়ায় পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে বলে জানানো হয়়। সুবর্ণ রেখা নদীতে মাছ ধরতে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে ।কেউ যাতে নদিতে না নামে সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।”ইয়াস” ঘূর্ণিঝড় আসার সময় থেকে গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো গোপীবল্লভপুর বিধাসভা এলাকায় যে ভাবে মানুষের কাছে থেকে ত্রাণ পৌঁছে দেওয়া থেকে শুরু করে তাদের নিরাপদ স্থানে নিয়ে আসা এবং তাদের সবরকম ব্যাবস্থ্য করে দেওয়ায় খুশি গোপীবল্লভপুর বিধানসভা এলাকার জনসাধারণ।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments