Monday, December 2, 2024
- Advertisment -spot_img

গোপীবল্লভপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে যুব উৎসব উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন

অরূপ ঘোষ, ঝাড়গ্রাম: সোমবার গোপীবল্লভপুর এক ব্লকের গোপীবল্লভপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে যুব উৎসব উপলক্ষ ১২ কিলোমিটার ম্যারাথন দৌড় ও ৪ কিলোমিটার মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। গোপীবল্লভপুর এক ব্লকের শাশড়া সুভাষ চক থেকে হাতিবাড়ি পর্যন্ত ১২ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বিনপুর দুই ব্লকের শিলদার বাসিন্দা তারক মান্ডি।

সেই সঙ্গে ৪ কিলোমিটার মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। আশুই চক থেকে হাতিবাড়ি মোড় পর্যন্ত। ওই প্রতিযোগিতায় মহিলারা অংশগ্রহণ করে। উল্লেখ করা যায় যে গোপীবল্লভপুর যাত্রা ময়দানে সোমবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম বর্ষ জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে যুব উৎসব অনুষ্ঠানের আয়োজন করে গোপীবল্লভপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাব ।তাই ওই ক্লাবের পক্ষ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন গোপীবল্লভপুর থানার সাব ইন্সপেক্টর পার্থ সারথি দে সহ অন্যান্য অতিথিরা।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments