Sunday, September 8, 2024
- Advertisment -spot_img

গোপীবল্লভপুরে মাস্ক, স্যানিটাইজার বিতরণ করে সচেতনতার বার্তা দিলো তৃণমূল ছাত্র পরিষদ

স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম:- করোনাতে বিদ্ধস্ত সারা দেশ। ক্রমে করোনা গ্রাস করছে গ্রামাঞ্চলকে। করোনা সম্পর্কে মানুষকে সচেতন করতে এগিয়ে এলো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের এক নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদ। তাদের পক্ষ থেকে শনিবার, ২৯ মে সারিয়া অঞ্চলের নেদশিমুল সহ বিভিন্ন গ্রামাঞ্চলে গ্রামবাসীদের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। এছাড়াও গ্রামবাসীদের করোনা সম্পর্কে সচেতনতার বার্তা দেন তারা। স্থানীয় মানুষদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেন তারা। এবং বাড়ির বাইরে সব সময় মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার অনুরোধও করা হয় ছাত্র পরিষদের পক্ষ থেকে। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন বিধিনিষেধের কথাও উল্লেখ করেন তারা।
প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক লোকেশ কর ও গোপীবল্লভপুর এক নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপঙ্কর দে – এর উদ্যোগেই গ্রামে গ্রামে মাস্ক, স্যানিটাইজার বিতরণ করা হয়। এই উদ্যোগে গ্রামবাসীরা অত্যন্ত খুশি।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments