নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: বড়সড় ভাঙ্গন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ব্লকের বিজেপির অন্দরে। বিজেপির মন্ডল সভাপতির অঞ্চলে দল ছাড়লেন বিজেপির বুথ সভাপতি মদন মোহন দাস প্রায় ৩০ টি পরিবারের 150 জন বিজেপির কর্মী ও সমর্থক দের সঙ্গে নিয়ে। শনিবার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ এবং যুব নেতা রঞ্জিত মহাকুল এর হাত ধরে গোপীবল্লভপুর এক ব্লকের কেন্দুগাড়ি ৭ নম্বর গ্রাম পঞ্চায়েতের কেন্দুগাড়ি বুথের বিজেপির বুথ সভাপতি মদনমোহন দাস সহ ৩০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগাদান করেন।
এদিন বিজেপি থেকে আসা রাজনৈতিক কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন গোপীবল্লভপুর এক ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ এবং যুব নেতা রঞ্জিত মহাকুল।তবে বিজেপির গোপীবল্লভপুর ১ নম্বর মন্ডল কমিটির সভাপতি তুহিন শুভ্র সাউ এর বাড়ি এই কেন্দুগাড়ি অঞ্চলে।আগের মন্ডল সভাপতির বাড়িও এই একই অঞ্চলে। স্বাভাবিক ভাবেই কেন্দুগাড়ি অঞ্চলকে বিজেপির শক্ত ঘাঁটি বলে ধরা হয়। সেখানে বিজেপির এই ভাঙ্গন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে সত্যিই শাসক দল তৃনমূল কংগ্রেসের কাছে খুশির খবর বলে রাজনৈতিক মহলের অনুমান। বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের ব্লক সভাপতি হেমন্ত ঘোষ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস কে আরো শক্তিশালী করার জন্য সকলকে তৃনমূল কংগ্রেসের হয়ে কাজ করার আহ্বান জানান।