অরূপ ঘোষ , ঝাড়গ্রাম:- রবিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের শাশড়া ৩ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উক্তা গ্ৰামে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়। উক্ত সভার মূল কর্মসূচি ছিল বিজেপি পরিচালিত শাশড়া গ্রাম পঞ্চায়েতে লাগাম ছাড়া দুর্নীতি ও স্বজন পোষণের বিরুদ্ধে গণ ডেপুটেশন এর কর্মসূচি গ্রহণ । এই সভায় উপস্তিত ছিলেন গোপীবল্লভপুরএক ব্লক তৃণমূল কংগ্রেস এর সভাপতি হেমন্ত ঘোষ , ব্লক তৃণমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক রঞ্জিত মহাকুল , শাশড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস এর সভাপতি ব্রজেন সিং , চণ্ডী ঘোষ, রবীন্দ্রনাথ কাঁড় সহ অন্যান্য নেতৃত্বরা । গোপীবল্লভপুরে
গোপীবল্লভপুরে বিজেপির ধস!সাতমা মন্ডলের সহ-সভাপতি সহ ১০০ টি পরিবার BJP ছেড়ে TMC তে যোগদান করলেন
এই সভায় বিজেপির সাতমা মন্ডল এর সহ-সভাপাতি গোপাল সাহুর নেতৃত্বে প্রায় ১০০ টি পরিবার বিজেপি দল ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান করেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি হেমন্ত ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া সকলের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হেমন্ত ঘোষ তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে তোলার জন্য হাতে হাত মিলিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
১০০ টি পরিবার BJP ছেড়ে TMC তে যোগদান করলেন
বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া গোপাল সাউ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের হাতকে আরো শক্তিশালী করে তোলার জন্য এলাকায় মানুষের জন্য উন্নয়নের কাজ করতে স্বেচ্ছায় বিজেপি দল ছেড়ে ১০০ টি পরিবারকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি । আগামী দিনে আরো অনেকেই বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন বলে তিনি জানান। তিনি বলেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বেশিদিন সঙ্গে রাখা যায়নি। তাই বিজেপি ছেড়ে এলাকার উন্নয়নের জন্য আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।