অরূপ ঘোষ, ঝাড়গ্ৰাম: শেষ হাঁসি মানুষ হাঁসবে সাধারণ মানুষ,শেষ খেলা তৃণমূল কংগ্রেস খেলবে।’ ঝাড়গ্ৰাম লোকসভার তৃনমূল কংগ্রেসের দলীয় প্রার্থী কালিপদ সরেন এর সমর্থনে গোপীবল্লভপুরে তৃণমূল ছাত্র পরিষদের নির্বাচনী প্রচারে এসে ঝাড়গ্ৰাম লোকসভার তৃণমূল প্রার্থী জয়ের ব্যাপারে এরকমই মন্তব্য করলেন রাজ্য তৃনমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার। তৃণমূলের নয়া প্রজন্মের নেত্রী রাজন্যা হালদার এদিন ঝাড়গ্ৰাম লোকসভার তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী কালিপদ সরেন এর সমর্থনে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের নিয়ে দেওয়াল লিখনে হাত লাগান। অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন ছাত্র নেতা লোকেশ কর,ঝাড়্গ্রাম জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক, গোপীবল্লভপুর এক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপঙ্কর দে, আনন্দ বাড়ি, স্নেহাশীষ দাস এর উপস্থিতিতে এদিন রাজন্যা হালদার প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনে তুলির টান দেন।পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন,’ শেষ হাঁসি হাঁসবে সাধারণ মানুষ,শেষ খেলা খেলবে তৃণমূল কংগ্রেস।’ পাশাপাশি গত ২০১৯ এর লোকসভা ভোটে বিজেপির জেতা সিট ঝাড়গ্ৰামে তৃণমূলের জেতা যে নিশ্চিত তা দাবি করে বলেন, দলের নেতা কর্মীরা সারাবছর মাটি কামড়ে পরিশ্রম করেছেন তাই মানুষ তার বিচার অবশ্যই করবে। পাশাপাশি ঝাড়গ্ৰাম জেলায় কুড়মী ভোট প্রসঙ্গে বলেন, সারাবছর পড়াশোনা করলে পরীক্ষার সময় পড়াশোনা করতে হয় না।
গোপীবল্লভপুরে তৃনমূলের দলীয় প্রার্থীর সমর্থনে দলীয় প্রচারে দেওয়াল লিখনে হাত লাগালেন রাজন্যা হালদার
RELATED ARTICLES