অরূপ ঘোষ, ঝাড়গ্রাম: বর্তমান প্রজন্ম তথা যুব সমাজের মধ্যে অপসংস্কৃতির ছায়া ক্রমশ গ্রাস করছে। বিভিন্ন তামাক ও তামাকজাত দ্রব্যের নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছেন এই প্রজন্মের যুব সমাজ ও ছাত্র সমাজ। যৌবনের প্রাক মুহুর্ত থেকেই নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছে তারা। বিভিন্ন দোকানে ও ফোন মারফত বিভিন্ন তামাকজাত দ্রব্য দ্রুত পৌছে যাচ্ছে এ প্রজন্মের হাতে।যার বেশিরভাগটাই স্কুল কলেজের ছাত্র ছাত্রী আর এই নেশাগ্রস্ত হওয়ার ফলে একদিকে যেমন তারা বিভিন্ন অসুখে আক্রান্ত হচ্ছেন, যেমন টিবি, লিভার সিরোসিস,গলা, মুখ ও ফুসফুসে ক্যানসার, ঠিক তেমনি পাল্লা দিয়ে বাড়ছে অসামাজিক কাজ। আবার অনেক ক্ষেত্রে, নিষ্পাপ প্রাণও চলে যাচ্ছে খুব কম বয়সে।
তাই, তামাকজাত দ্রব্য সেবন করলে কী কী ক্ষতি হতে পারে,সে বিষয়ে এলাকার স্কুলের ছাত্র- ছাত্রীদের সচেতন করতে শুক্রবার গোপীবল্লভপুর রুরাল হাসপাতালের উদ্দ্যোগে গোপীবল্লভপুর রুরাল হাসপাতালের মিটিং হলে অনুষ্ঠিত হল সচেতনতা শিবির। সচেতনতা শিবিরের আগে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে হাসপাতাল চত্বরে বিশ্ব তামাক বর্জন দিবসের পদযাত্রা অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে তাদের হাতে পুরস্কার তুলে দেন হাসপাতালের ডাক্তারবাবুরা। এদিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ নকুল নায়েক,গোপীবল্লভপুর রুরাল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডঃ আকাশ রঞ্জন মাহাতো, স্বাস্থ্য কর্মী সুপর্ণা গরাই সহ স্বাস্থ্য দফতরের অন্যান্য কর্মীরা।