ঝাড়গ্ৰাম: পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার গোপীল্লভপুর ১ নং ব্লক ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ছাতিনাশোল ব্লক অফিস চত্বরে আয়োজিত হয়েছে জয় জোহার মেলা। বুধবার জয় জোহার মেলার দ্বিতীয় দিনে গোপীবল্লভপুর রুরাল হাসপাতালের উদ্যোগে ব্লক স্বাস্থ্য বিভাগে করোনা, ম্যালেরিয়া, ডেঙ্গু, টিবি, সাপের কামড়, কুষ্ঠ প্রভৃতি বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়। গ্রাম বাংলার মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য এই উদ্যোগ বলে জানা গেছে। উপস্থিত ছিলেন ডাঃ আকাশ রঞ্জন মাহাতো, ডাঃ পূর্বাসা আউলিয়া, অণ্বেশা ক্লিনিকের কাউন্সিলর সুপর্না গোরাই, হেলথ্ সুপারভাইজার ছন্দা দে সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। জয় জোহার মেলা প্রাঙ্গনে আসা আদিবাসী মানুষদের চিকিৎসা পরিষেবা নিয়ে সচেতন করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়।কোন মানুষ অসুস্থ হলে তাকে ওঝা বা গুনিনের কাছে নিয়ে না গিয়ে স্থানীয় নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য ওই মেলায় আসা প্রতিটি মানুষকে স্বাস্থ্য দফতরের কর্মীরা ভাল ভাবে বুঝায়। স্বাস্থ্য দফতরের এই উদ্যোগ খুব ভালো উদ্যোগ বলে মেলায় আসা মানুষেরা জানান। সেই সঙ্গে কি অসুখ হলে সেই রুগীদের কোথায় নিয়ে গেলে চিকিৎসা ভালো ভাবে করানো যায় তাও জানানো হয় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।