- নিজস্ব প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর:- করোনা অবহেও সম্প্রীতির সুর বেজে উঠলো পশ্চিম মেদিনীপুর জেলায়। করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ হারায় দাসপুর থানার মামুদপুর গ্রামের হিন্দু বাসিন্দা বলাই রানা। বাড়িতেই মৃত্যু হয় তার। একমাত্র ছেলের পক্ষে সব কাজ একা করা সম্ভব নয় বলে সে সাহায্যপ্রার্থী হয় গ্রামের অন্যান্য বাসিন্দাদের। তবে তার সব প্রচেষ্টাই বৃথা যায়। করোনার থাবায় মৃত্যু বলে গ্রামের অন্যান্য প্রতিবেশীদের মধ্যে কেউই এগিয়ে আসেনি। এমনকি বাড়ির আশপাশেও পা ফেলেনি কেউ। সকাল থেকে প্রায় দুপুর অব্দি মৃত দেহ আগলে বসে থাকে বলাইয়ের ছেলে। তারপরই কুয়াশা কেটে আলোর সন্ধান পাওয়া যায়। খবর পাওয়া মাত্র পাশের গ্রাম থেকে কয়েকটি মুসলমান যুবক ছুটে আসে নির্দ্বিধায়। সমস্ত সুরক্ষায় নিজেদের মুড়ে সৎকারের যাবতীয় ব্যবস্থা করে তারা। গ্রামের অন্যান্য মানুষের অমানবিক আচরণের মুখে ঝামা ঘষে সেই মুসলমান যুবকরা প্রমাণ করে, ” মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু – মুসলমান। “
https://www.facebook.com/jangalmahalbartanews/videos/259682269245208/