Monday, April 28, 2025
- Advertisment -spot_img

গঠন হল ঝাড়গ্রাম জেলা পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের জেলা কমিটি

অরূপ ঘোষ, ঝাড়গ্রাম – পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে ঘোষণা হল ঝাড়গ্রাম জেলা পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের জেলা কমিটি। জানা গেছে, পশ্চিমবঙ্গ পরিষদ পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের পক্ষ থেকে রাজ্যজুড়ে ঘোষনা করা হয় পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের জেলা কমিটি। এদিন ঝাড়গ্রাম জেলার পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের জেলা সভাপতি নির্বাচিত হন বিভাস মাহাতো, জেলার সহ-সভাপতি পাপুন প্রতিহার, জেলার সাধারণ সম্পাদক কৃষ্ণ কালিন্দী, জেলা সম্পাদক তপন সেনাপতি, যুগ্ম সম্পাদক বিপুল মাহাতো ও কোষাধক্ষ্য নির্বাচিত হন রেহান আলী বেগ ।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments