স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: করোনার সময় গ্রামীন হাসপাতালে যাতে চিকিৎসার কোনো খামতি না হয় তার জন্য স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করছেন ডাক্তার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত। হাসপাতালে আসায় রাস্তা খারাপের অভিযোগ পেয়ে সে সমস্ত এলাকও পরিদর্শন করেন তিনি।
করোনার ২য় ফেজে গ্রামগুলোতেও সংক্রমণ ছড়িয়েছে গতবারের থেকে অনেক বেশী। তাই গ্রামীন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলির কার্যকারিতা অনেকটাই বেরেছে। তাই হাসপাতাল গুলির অবস্থা পর্যবেক্ষনের লক্ষে চন্দ্রীর পর আজ ঝাড়গ্রামের শালবনি ব্লকের লাউড়িয়াদাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ভিজিট করেন এবং মানুষের ভালো মন্দ খোঁজও নেন তিনি। পাশাপাশি হাসপতালে বা শহরে আসার গ্রামীন রাস্তা গুলির অবস্থা ভালো না হলে দ্রুত শহরে রোগীের আনা সম্ভব নয় তাই গোবিন্দপুরে গ্রামীন রাস্তার অবস্থা ও পরিদর্শন করেন ডাক্তার বিধায়ক। বাইরে এখন কাজ নেই। এলাকায় কর্মসংস্থান করতে পারলে অনেকটাই সুরাহা হয়। সেই লক্ষ্যে ফিসারি র জন্য বাঁধ কে কিভাবে কাজে লাগানো যায় তা খতিয়ে দেখেন তিনি। বাঁধের জলে একদিকে চাষ পাশাপাশি মাছ চাষ করা গেলে বেকার সমস্যার অনেকটাই সমাধান হবে। বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত জানান, এলাকার মানুষ রা প্রক্তন সাংসদ কে হাসপাতাল এবং রাস্তা সহ এলাকার অবস্থার কথা জানিয়ে ছিলেন। তাই তার নির্দেশে হাসপাতালের এলাকা পরিদর্শন করেন তিনি। কিভাবে ব্যাবস্থা নেওয়া যায় সেটাও দেখছেন বলে জানান তিনি সেইদিন। ডাক্তার বিধায়ক কে এভাবে যে কোনো সমস্যায় নিজেের মাঝে পেয়ে খুশি গ্রামবাসীরা।