স্টাফ রিপোর্টার, পশ্চিম মেদিনীপুর: বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের বিকলচক এলাকায় এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিকলচকএলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম মিরাজ মল্লিক,বয়স আনুমানিক ৩০ বছর।স্থানীয় সূত্রে জানা যায় যে বিকলচক গ্রামের অদূরে এক ঝোপের মধ্যে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন।এরপর স্থানীয় বাসিন্দারা ফোন করে বিষয়টি জানায়
কেশপুর থানার পুলিশকে। খবর পেয়ে কেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। পাশাপাশি কি কারনে তার মৃত্যু হয়েছে তদন্ত শুরু করেছে কেশপুর থানার পুলিশ।অন্যদিকে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কেশপুর থানার বিকলচক এলাকায়। মৃত ব্যক্তির বাড়িওই এলাকায় বলে পুলিশ সূত্রে জানা যায়। তবে কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি ।ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানানো হয়নি। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কেশপুর থানার পুলিশ।
কেশপুরের বিকলচক এলাকা থেকে এক ব্যক্তির পচা-গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য,তদন্তে পুলিশ
RELATED ARTICLES