স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম : যখন ১৪ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের মজ মস্তিতে মসগুল তখন প্রথার বাইরে গিয়ে গত তিন’বছর আগে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় নিহত সৈন্যদের শ্রদ্ধা এবং ঘটনায় জড়িত দোষীদের শাস্তির জানাতে কালা দিবস পালন করল ঝাড়গ্রাম (Jhargram) গোপীবল্লভপুরের (Gopiballavpur) রিভারফিল্ড ক্লাবের সদস্যরা। এদিন সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের এনসিসি ইউনিটের সহযোগিতায় রিভারফিল্ড ক্লাবের সদস্যরা পুলওয়ামা হামলায় নিহত শহীদ সেনাদের ছবি সম্বলিত ফ্লেক্স সামনে রেখে গোপীবল্লভপুর (Gopiballavpur) বাজারের বুকে একটি সুসজ্জিত মৌন মিছিলের আয়োজন করেন।
কালা দিবস পালন করল গোপীবল্লভপুরের রিভারফিল্ড ক্লাবের সদস্যরা
READ MORE : শিলিগুড়িতে পাড়ার ভোটেও পরাজিত প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য
মিছিল গোপীবল্লভপুর নেতাজী স্মৃতি সংঘের শহীদ বেদী থেকে শুরু হয়ে পুরো বাজার পরিক্রমা করে।রিবারফিল্ড ক্লাবের এই মিছিলে হাঁটেন প্রায় শতাধিক সাধারণ মানুষ এবং ক্লাব সদস্য।মৌন মিছিলে হাঁটা সবার হৃদয়ে ছিল ২০১৯ সালের ১৪ ই ফেব্রুয়ারি পুলওয়ামায় নিহত সৈন্যদের প্রতি বুকভরা শ্রদ্ধা এবং ঘটনায় দোষীদের প্রতি চুড়ান্ত ঘৃণা। ঘটনার পর থেকে প্রতি বছর ভারতের অগনিত মানুষ দোষীদের শাস্তির দাবি তুলে আসছেন। সেই ধারাবাহিকতায় আজ আন্তর্জাতিক ভালোবাসার দিন হলেও দেশ রক্ষার কাজে নিয়োজিত শহীদ সেনাদের শ্রদ্ধা জানিয়ে কালা দিবস পালন করল গোপীবল্লভপুরের (Gopiballavpur) রিভারফিল্ড ক্লাবের সদস্যরা।