১৮ মে, ঝাড়গ্রাম:- লকডাউনের তৃতীয় দিনে ঝাড়গ্রাম জেলা জুড়ে সময় হওয়ার সাথে সাথেই বন্ধ প্রায় সব দোকান পাঠ। রাস্তা ঘাটে ঘোরা ফেরা করতে দেখা যায়নি সাধারন মানুষকে। যারা জরুরি কাজে বাইরে বেরিয়ে ছিলেন তারাও স্বাস্থ্য বিধি মেনেই মাস্ক পরে দূরত্ব বজায় রেখেই চলছেন। করোনা সংক্রমণ রুখতে এবং রাজ্য সরকারের ঘোষিত লকডাউন সফল করে তুলতে স্বক্রিয় ভূমিকা পালন করছেন ঝাড়গ্রাম জেলাবাসী থেকে ব্যসায়ীরা। সেই সঙ্গে এদিন সকাল থেকেই ঝাড়গ্রাম জলের সাঁকরাইল থানার পুলিশের পক্ষ থেকে সাঁকরাইল থানার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টহলদারি চলতে দেখা গেল।
করোনা সংক্রমণ রুখতে সক্রিয় ভূমিকা পালন করছে ঝাড়গ্রাম জেলাবাসী থেকে ব্যবসায়ীরা
Read More –দিলিপের বেফাঁস মন্তব্যে ক্রমশ ক্ষোভ বাড়ছে দলের অন্দরেই, আর উপভোগ করছে তৃণমূল শিবির
সাঁকরাইল থানার পুলিশ কর্মীরা এদিন পাথরা, খুদমরাই, কেশিয়াপাতা, কুলটিকরী, রোহিনী, রগড়া সহ একাধিক জায়গায় লকডাউন সফল করতে টহল চালান। কোথাও অপ্রয়োজনীয় জমায়েত দেখলেই গাড়ি থামিয়ে মানুষকে করোনা বিধি মেনে চলার অনুরোধ করছেন পুলিশ কর্মীরা। এবং ভিন রাজ্য থেকে আসা লরিকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হয় পুলিশের পক্ষ থেকে। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় রাত দিন চলছে পুলিশের নাকা চেকিং।