ঝাড়গ্রাম: করোনার কাছে নাজেহাল ভারত; ধুঁকছে মানব জীবন। প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউ; আবার তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা, এমত অবস্থায় করোনার বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে চলেছেন কোভিড যোদ্ধারা। ‘দেশে কমছে দৈনিক সংক্রমণ, বাড়ছে সুস্থতার হার’; ‘রাজ্যে কমছে মৃত্যুর সংখ্যা’ – এই আনন্দ সংবাদ গুলি তারাই উপহার দিচ্ছেন। তাদের নিঃস্বার্থ লড়াইয়ের ফল পাচ্ছে সমগ্র রাজ্যবাসী তথা দেশবাসী।
সম্প্রতি ঝাড়্গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী সুকল্যাণ বেরা করোনার বিরুদ্ধে বীরের মতো লড়াই করে পরাস্ত হন! তিনি কোভিড যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন। স্বাভাবিকভাবেই তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ১৭ জুন; বৃহষ্পতিবার, প্রয়াতঃ কোভিড যোদ্ধার স্ত্রী পিংকি বেরার হাতে গ্রুপ ডি স্থায়ী পদে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। ঝাড়্গ্রাম জেলা শাসকের কার্যালয় সিধু কানহু সভাকক্ষে এই নিয়োগপত্র তুলে দেন জেলাশাসক জয়শী দাশগুপ্ত। পাশাপাশি ওই দিনে ২০২০-২১ সালে যে ২৬ জন কৃষকের মৃত্যু হয়েছিল সেই ২৬ জন কৃষকের উত্তরাধিকারী হিসেবে ৬৫ জনকে ৫২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়যোদ্ধা অনুষ্ঠানটি হয় নবান্নে। নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানের সূচনা করেন। তারপর ঝাড়্গ্রাম জেলা শাসকের কার্যালয়ের সিধু কানহু সভাকক্ষে চেক এবং নিয়োগপত্র তুলে দেন জয়োশী দাশগুপ্ত। বস্তুত, ১৭ জুন, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি কর্মসূচিরও সূচনা করেন। এবার থেকে কৃষকরা বার্ষিক ৫ হাজারের বদলে ১০ হাজার টাকা করে পাবে।