Monday, December 2, 2024
- Advertisment -spot_img

“করোনা পরিস্থিতিতে বাধানিষেধ  জারি থাকছে ১৫ জুন পর্যন্ত”- ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

জঙ্গলমহল বার্তা ডেস্ক:-  মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেন মাধ্যমিক সহ উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নানাবিধ দিকনির্দেশ। তারই মধ্যে মুখ্যমন্ত্রী আজ  ঘোষণা করে দিলেন পরবর্তী বাধানিষেধ এর সময়সীমা।১৫ ই জুন পর্যন্ত রাজ্যে যে সকল বাধা নিষেধ গুলি ছিল সেই সকল বাধা নিষেধ গুলো সমানভাবে থাকবে। অর্থাৎ পুনরায় ১৫ ই জুন পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি বারবার বলেন, “দয়া করে এটিকে লকডাউন কিংবা জনতা কারফিউ  হিসেবে ব্যাখ্যা করবেন না, কারফিউ এর ক্ষেত্রে কিছু আলাদা বাধানিষেধ থাকে কিছু আলাদা নিয়ম থাকে সুতরাং কেউ কারফিউ হিসেবে এটিকে  ব্যাখ্যা করবেন না।”
রাজ্যের ক্ষেত্রে যে সকল বাধা নিষেধ গুলি ছিল সে সকল বাধানিষেধ গুলির সময়সীমা বেড়ে হলো ১৫ই জুন। লকডাউন কিংবা এই সকল বাধানিষেধ গুলি এবং সাধারণ মানুষের সহযোগিতার ফলে কভিডের মাত্রা কিছুটা হলেও কমায় তিনি বারবার জনগণের উদ্দেশ্যে এভাবেই সহযোগিতার কথা বলেন এবং তিনি এও বলেন এরকম ভাবেই আর কিছু দিন যদি সহযোগিতার হাত বাড়ান সাধারণ মানুষ তবে আরও একটু স্বস্তির স্বাদ পাবেন বঙ্গবাসী এই নোবেল করোনা নামক মারণ ভাইরাস থেকে। তবে এক্ষেত্রেও মুখ্যমন্ত্রী সরাসরি ক্ষমা  চেয়ে নেন সাধারণ মানুষের কাছে। তারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন ফলবশত তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পেটের জ্বালা থাকলেও তারা সতর্কতা অবলম্বন করছেন। সাহায্য করছেন সরকারকে।  এই সকল মানুষের কাছে মার্জনা চেয়ে নেন তিনি। অর্থনীতি যাতে কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সকাল দশটা পর্যন্ত যেমন দোকান পাট খোলা থাকছে তেমনই থাকবে। খোলা থাকছে ঔষধ দোকান গুলিও। অনলাইন কেনা বেচাতেও ছাড় থাকছে। তবে সতর্কতা অবলম্বন একান্তই কাম্য বলে বারবার সাবধান করতে থাকেন সাধারণ মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে থেকেই।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments