Monday, November 11, 2024
- Advertisment -spot_img

এবার দাঁতাল হাতির আক্রমণ পুলিশ ক্যাম্পে; এলাকায় চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: দাঁতাল হাতি জ্বালায় কার্যত অতিষ্ঠ ঝাড়গ্রামের মানুষ। ৫ জুন, শনিবার ঝারগ্রাম-এর জিতুশোলে রাতের অন্ধকারে পুলিশ ক্যাম্পে ঢুকে পড়ে দাঁতাল হাতি। গভীর রাতে ক্যাম্পে থাকা পুলিশকর্মীরা অন্যরকম থেকে দৌড়ে পালিয়ে হাতির হাত থেকে রক্ষা পান। জানা যাচ্ছে, ঐদিন মধ্য রাতে পুলিশ ক্যাম্পে থেকে প্রায় একঘন্টা তাণ্ডব চালায় দাঁতাল হাতি। সেই সময় রান্না করবার জন্য তোড়জোড় করছিলেন ক্যাম্পে থাকা পুলিশরা। সেই সময় হঠাৎ করেই খাবারের সন্ধানে দলছুট দাঁতাল হাতি সেই ক্যাম্পে প্রবেশ করে। সেখানে থাকা পুলিশকর্মীরা রান্নার সমস্ত রকম তোড়জোড় ছেড়ে কোনরকম ক্যাম্প থেকে পালিয়ে প্রাণে বাঁচেন।

প্রসঙ্গত, প্রায় দিন ঐ এলাকায় দলমার দলছুট দাঁতাল হাতির তান্ডব লেগেই থাকে। খাবারের সন্ধানে দাঁতাল হাতি প্রায়শই গ্রামে ঢুকে পড়ছে, ঘরবাড়ি তছনছ করছে; ভেঙে ফেলছে একের পর এক গাছ। ফসলের ব্যাপক ক্ষতি করছে হাতির দল। এই চিত্র বর্তমানে অভ্যাসে পরিণত হয়েছে এলাকার সাধারণ মানুষের। আবার কখনো কখনো হাতির তাণ্ডবে রাস্তা অবরোধও হয়েছে। এবার পুলিশ ক্যাম্পে হাতির উপদ্রব আরো একটি নজির গড়লো। এই হামলার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। হাতির আতঙ্ক সঙ্গে নিয়েই দিন কাটাচ্ছে সাধারন মানুষ। বনদপ্তর কে খবর দেওয়া হলে ঘটনাস্থলে যায় বনকর্মীরা। পরবর্তীতে তারা গভীর জঙ্গলে হাতিটিকে ছেড়ে দেয়।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments