দিঘাঃ বুধবার রাজ্যের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় “ইয়াস “। তার আগে রাজ্যের উপকূলবর্তী অঞ্চল গুলিতে সরকারের তরফ থেকে সর্তকতা জারি করা হয়েছে এবং আজই জারি করা হতে রেড অ্যালার্ট। ইয়াস আসার আগে দিনভর মাইকিং-এ প্রচার চালানো হচ্ছে দীঘা সমুদ্র সৈকতে। ইতিমধ্যেই উপকূল সংলগ্ন যে সমস্ত কাঁচা নড়বড়ে বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়ি থেকে দ্রুত মানুষজনদের আয়লা সেন্টারগুলোতে নিয়ে যাওয়ার কাজ চলছে এবং ভাঙ্গা বাঁধ গুলোকেও যুদ্ধকালীন তৎপরতায় সারানো হচ্ছে । জেলার মোট ২৬ টি সাইক্লোন সেন্টারে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখার জন্য সরিয়ে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি দুর্যোগ মোকাবিলা করতে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাঁচটি দল প্রস্তুত রাখা হয়েছে। দিঘা শহর ও আশেপাশের উপকূলবর্তী অঞ্চলগুলি পরিদর্শন করে গেছেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি। আমফানের ফলে হওয়া ক্ষয়ক্ষতি থেকেই এখনও সেরে উঠতে পারেনি উপকূলবর্তী অঞ্চলগুলি, তারই মাঝে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস । এলাকার মানুষজন একপ্রকার দিশেহারা ও আতঙ্কেই দিন কাটাচ্ছেন। গত বছর শক্তিশালী আমফান ঘূর্ণিঝড় যে মাত্রাতে তছনছ করে দিয়েছিল রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিকে, এবছর সময় থাকতেই সরকার কর্তৃক বাড়তি সকল প্রোটোকল এর মাধ্যমে ঝুঁকি ঠিক কতটা ঠেকানো যাবে কিংবা ক্ষতির মাত্রা কতটা আটকাতে সফল হবে রাজ্য তাই দেখার। এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর জানান, এবারও সারারাত রাজ্যের কন্ট্রোল রুমে থেকেই গোটা পরিস্থিতির ওপর নজর রাখবেন তিনি। তাছাড়াও নবান্নের পাশাপাশি উপান্নে তৈরি হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। সেখানেই রাতভর থাকবেন তিনি।
ইয়াসের জন্য আগাম সতর্কতামূলক প্রচার দীঘায়, জারি করা হতে পারে রেড অ্যালার্ট
RELATED ARTICLES