Friday, September 20, 2024
- Advertisment -spot_img

ইউক্রেণে বোমাবর্ষণে প্রথম মৃত্যু ভারতীয় নাগরিক নবীন শেখারাপ্পা -এর

সানি বাগ , ওয়েব ডেস্ক : রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধে যেখানে ভারত সরকারের পক্ষ থেকে তাদের ফিরিয়ে আনার জন্য একাধিক আয়োজন করা হচ্ছে এবং প্রতিনিয়ত করা হয়ে চলেছে, সেখানে রাশিয়ার তরফ থেকে ইউক্রেনের মাটিতে হওয়া মিসাইল অ্যাটাকে মৃত্যুর খবর উঠে আসছে এক ভারতীয়ের। টুইট করে এমনটাই জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। ইউক্রেণে

ইউক্রেণে বোমাবর্ষণে প্রথম মৃত্যু ভারতীয় নাগরিক নবীন শেখারাপ্পা -এর

READ MORE : সবুজ ঝড় উত্তর দিনাজপুরে, তিন পুরসভায় জয় ঘাসফুলের

READ MORE : বাঁকুড়ায় সবুজের ঝড়, তিনটি পৌরসভাতেই জয়ী তৃণমূল

সূত্রের খবর মৃতের নাম নবীন শেখারাপ্পা, ডাক্তারি পড়াশোনার জন্য তিনি গিয়েছিলেন ইউক্রেনে। বিদেশ মন্ত্রকের তরফ থেকে এও জানানো হয়, নিহত ছাত্রের পরিবারের সঙ্গে তারা প্রতিনিয়ত যোগাযোগ রাখচ্ছেন। অনেকেই প্রশ্ন তুলছেন এত ছাত্র-ছাত্রীরা ইউক্রেনে কিসের জন্য যায় ? সেখানেই যানা যায় যে, ছাত্র-ছাত্রীরা ডাক্তারি পড়াশোনার জন্যই গিয়ে থাকেন প্রতিবছরই ইউক্রেনে এবং তার কারণবশত তারা এই মুহুর্তে ওখানেই আটকে আছেন। ভারত সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই মিশন গঙ্গা শুরু করা হলেও

ইউক্রেণে বোমাবর্ষণে প্রথম মৃত্যু ভারতীয় নাগরিক

একসঙ্গে সমস্ত পড়ুয়াদের ইতিমধ্যেই আনা অসম্ভব। সেখানে আজকের এই ঘটনার পর ইউক্রেনে আটকে থাকা ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের ক্রমশ তাদের সন্তানদের প্রতি বাড়ছে আশঙ্কার দীর্ঘশ্বাস। তবে কাল থেকেই ছাত্র-ছাত্রীদের ইউক্রেন থেকে ফেরানোর জন্য যুদ্ধ বিমান এর সাহায্য নেওয়া হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।  আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের এককালীন উদ্ধার করতে সাহায্য করেছিল এই বিমানটি-ই।  বিস্তারিত আসছে…

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments