Wednesday, October 16, 2024
- Advertisment -spot_img

আম বাগানের দখল নিল হাতির পাল, দৃশ্য উপভোগ করতে মরিয়া সাধারণ মানুষ

স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: বাগানের পর বাগান হাতির দখলে। ক্ষতি স্বীকার করে দাঁতাল বাহিনীর আম খাওয়ার দৃশ্য উপভোগ করছে গ্রামবাসী ও উৎসুক জনতা। জমিতে নেই ফসল। পেট ভরাতে ভরসা আম, কাঁঠাল। লোকালয়ে বাড়ি বাড়ি ঘুরে খোঁজ চলছে আম ও কাঁঠাল গাছের। তার সঙ্গে মিলছে কলা গাছেরও। লোকালয়ে হাতির প্রবেশ ঘিরে বাড়ি ভাঙার আতঙ্কও তাই পিছু ছাড়ছে না স্থানীয়দের। শুক্রবার সকালে দিনের আলো ফোটার পরও ঝাড়গ্রামের শালবনি এলাকার পিচ রাস্তায় ঘুরতে দেখা গেল হাতিদের। ছোট এই হাতির দলটিতে চারটি হাতি রয়েছে বলে স্থানীয়রা জানান। এদিন সকালবেলায় আম গাছ শুঁড় দিয়ে নাড়িয়ে পড়ে যাওয়া আম কুড়িয়ে খাওয়ার দৃশ্য উপভোগ করেন স্থানীয়রা। কয়েকদিন ধরেই গড় শালবনীর জঙ্গলে একাধিক হাতি রয়েছে। সন্ধ্যা হলেই তারা গ্রামের ভিতরে প্রবেশ করে আম, কাঁঠাল, কলা গাছের বাগানে হানা দিয়ে সাবাড় করে দিচ্ছে। শুঁড়ের নাগাল যাওয়া পর্যন্ত একটা কাঁঠালও গাছে রাখছে না হাতির পাল। স্থানীয় বাসিন্দারা বলেন, যেভাবে হাতি কাঁঠাল খাচ্ছে তাতে জামাইষষ্ঠীতে কাঁঠালের অাকাল দেখা দেবে। প্রতিবার অাম বাগান গুলি থেকে ভালো টাকা অায় করে স্থানীয় গ্রাম বাসীরা। এবার হাতির জ্বালায় সবটাই বন্ধ। লাভ সব হাতির পেটে এবার।

RELATED ARTICLES

कोई जवाब दें

कृपया अपनी टिप्पणी दर्ज करें!
कृपया अपना नाम यहाँ दर्ज करें

spot_img

Most Popular

Recent Comments