জঙ্গলমহল বার্তা ডেস্ক:- করোনার দ্বিতীয় ঢেউয়ে সারা দেশ আজ বিপর্যস্ত। ভেঙে গিয়েছে প্রায় সকলের মনোবল। শহরতলীর মানুষ যাও কিছু সুবিধা পাচ্ছে, গ্রামাঞ্চলের মানুষের ভাগ্যে তার আনাও নেই। ঝাড়গ্রাম থেকে কিছুটা দূরে দহিজুড়ি এমনই একটি গ্রাম। চিকিৎসার আলো এখনো পৌঁছয়নি এই গ্রামে। করোনা আক্রান্ত মানুষেরা সঠিকভাবে চিকিৎসা করাতে পারছে না। সব মিলিয়ে এক দুর্বিষহ অবস্থায় এই গ্রাম। তবে ঘন কুয়াশার মধ্যেও দেখা গিয়েছে আশার আলো। দহিজুড়ি গ্রামের বাসিন্দা নাসিরুদ্দিন, গোপাল সহ তার গোটা টিম বিনা বিশ্রামে অনবরত পরিশ্রম করে চলেছেন গ্রামের বাসিন্দাদের সুস্থ করে তোলার জন্য। অনবরত করোনার বিরুদ্ধে যুদ্ধ করছে নাসিরুদ্দিন, গোপালদের COVID-19 WARRIORS Team. দহিজুড়ি গ্রাম থেকে ঝাড়গ্রাম হাসপাতালে করোনা রোগীকে ভর্তি করানো থেকে শুরু করে করোনা রোগীদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়া, মাস্ক স্যানিটাইজার বিলি করা, কোথাও অক্সিজেনের খামতি দেখা গেলে অক্সিজেন পৌঁছে দেওয়া; সবই করছেন তারা। প্রসঙ্গত, ২০২০ এর করোনা পরিস্থিতির একেবারে শুরু থেকেই তারা এই লড়াইয়ে নেমেছেন এবং এই দ্বিতীয় ঢেউয়ের সময়েও তারা লড়ছেন মানুষের জন্য। ” আমরা করব জয়”, একেই মূল লক্ষ্য করে নিঃস্বার্থভাবে এগিয়ে চলেছেন তারা। এবং তাদের বিশ্বাস তারা জয় করবেই।