জঙ্গলমহল বার্তা ওয়েব ডেস্ক:- হলদিয়ার মানুষের স্মৃতির পাতা থেকে এখনও মুছে যায়নি আমফান ঘূর্ণিঝড়ের আতঙ্ক। এক বছরের মাথায় আবার নতুন ঘূর্ণিঝড় যশকে ঘিরে আতঙ্কের ছায়া হলদিয়া বাসিন্দাদের মধ্যে। ২০২০ সালের ২০ মে বিকেলে হলদিয়ায় আছড়ে পড়ে আমফান ঘূর্ণিঝড়। লণ্ডভণ্ড হয়ে যায় হলদিয়া মহকুমার বিভিন্ন এলাকা। ক্ষয়ক্ষতি মাত্রা এতটাই ছিল যে রীতিমত ঘরবাড়ি হারিয়ে পথে বসে মানুষজন। সেই ঘূর্ণিঝড়ের তান্ডবের স্মৃতি মনে পড়লে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন আজও। আবার ধেয়ে আসছে আমফানের মতই প্রায় শক্তিশালী ঘূর্ণিঝড় যশ। এবারও আতঙ্কে দিন কাটছে হলদিয়াবাসী। সরকার থেকে বাড়তি সকল প্রোটোকল নেওয়া হলেও এই মহামারীর সময় ঠিক কতটা নিরাপদ হবে সেই সকল সেফ হোম গুলো? এবিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তাই একপ্রকার আশঙ্কার দিন গুনে চলেছেন হলদিয়া বাসী ।
আমফানের স্মৃতি বছর ঘুরতে না ঘুরতেই ঘূর্ণিঝড় যশের আতঙ্কে কাঁপছে হলদিয়ার মানুষজন
RELATED ARTICLES