জঙ্গলমহল বার্তা ডেস্ক: বাংলার আদিবাসীদের পাশে রয়েছে সরকার l রাজ্যের আদিবাসীরা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো l সোমবার ঝাড়গ্রামের (Jhargram) ঘোড়াধরা স্টেডিয়ামে (Ghoradora Stadium) বিশ্ব আদিবাসী দিবসের সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় l
আরও খবর: ঝাড়গ্রামে ভুয়ো অর্থোপেডিক ফিজিসিয়ান এর পর্দা ফাঁস
এদিন বেলা দুটো নাগাদ অনুষ্ঠান মঞ্চে এসে আদিবাসী নৃত্য ঘরানার শাড়ি পরে মন্ত্রী বিরবাহা হাঁসদার পাশে থেকে আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্য প্রদর্শন করেন l এবং ধামসা বাজানোl সেখানে তিনি সিধু কানু বিরসা মুন্ডার মূর্তিতে মালা দেনl মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আদিবাসী দিবসের অনুষ্ঠানে জেলার আদিবাসী সমাজের প্রতিভাবান শিল্পী, লেখক, ছাত্র-ছাত্রী, সংগীতশিল্পীদের সম্বর্ধনা জানানো হয় l
আরও খবর: গোপীবল্লভপুরে জাল আধার কার্ডের রমরমিয়ে কারবার, ধৃত ৩
আদিবাসীদের পাশে রয়েছে সরকার: মমতা
কৃষক বন্ধু অনুমোদন পত্র দেওয়া হয় কয়েকজন কৃষককেl সবুজ সাথী প্রকল্পের সাইকেল ও দেওয়া হয়l এছাড়াও অন্যান্য ক্ষেত্রে কৃতীদের শংসাপত্র দেওয়া হয়েছে l মুখ্যমন্ত্রী জানান, এরাজ্যে সবুজ সাথী প্রকল্পে এ পর্যন্ত এক কোটি কুড়ি লক্ষ সাইকেল দেওয়া হয়েছে l এবার আরও ন লক্ষ সাইকেল দেওয়া হবেl মুখ্যমন্ত্রী এদিন অনুষ্ঠান মঞ্চে বলেন, ভোটের আগে কথা দিয়েছিলাম লক্ষী ভান্ডার এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার l
আরও খবর: উচ্চমাধ্যমিকে ফেল করায় ঝাড়গ্রামে পথ অবরোধ করে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ
ইতিমধ্যেই সরকারিভাবে তা অনুমোদন হয়ে গেছেl সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্পl এই প্রকল্পে আদিবাসী মহিলারা 1000 এক হাজার টাকা করে মাসে পাবেন l এছাড়াও 10 লক্ষ টাকা দেওয়া হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডেl এই টাকায় পড়ুয়ারা হোস্টল খরচ ও বইপত্র সংগ্রহ করবেনl মুখ্যমন্ত্রী বলেন, আসাম এবং ঝাড়খন্ডের মত রাজ্যেও আদিবাসীরা রয়েছে কিন্তু সেখানে সাঁওতালি ভাষায় পড়াশোনা করার ব্যবস্থা নেইl আমরা বাংলায় সেই ব্যবস্থা করেছি l
বিশ্ববিদ্যালয় ও আদিবাসীদের পড়াশোনার ব্যবস্থা করা হয়েছেl ঝাড়গ্রামে 100% গ্রামীণ বিদ্যুতায়ন করা হয়েছে এবং 90% মানুষ সরকারি পরিষেবা পেয়েছেন l মুখ্যমন্ত্রী বলেন, মাওবাদী হানায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ এবং চাকরি দেওয়া হয়েছে l তিনি তথ্য তুলে ধরে বলেন, এ পর্যন্ত তিন কোটি মানুষ দুয়ারে সরকার প্রকল্পে অংশগ্রহণ করেছে l
তাদের অধিকাংশেরই কাজ হয়েছে l আগামী 16 ই আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত ফের কই কর্মসূচি রয়েছে l বাকি কাজ সেখানে গেলেই হয়ে যাবে l মুখ্যমন্ত্রী বলেন, এবার থেকে বছরে দুবার দুয়ারের সরকার কর্মসূচি হবে l ফলে অভাব-অভিযোগের কথা সরাসরি আমাকে না জানিয়ে সেখানে জানালে আমাদের কাছেই সেগুলো চলে আসবে।
আরও খবর: ঝাড়গ্রামে লকডাউন !!
ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী বলেন, আদিবাসী সমাজের জাহের থান ও মাঝি থান রয়েছে l সেই সকল জায়গার পূজারীদের আমরা ভাতা দেওয়ার কথাও চিন্তা করেছি এবং এরকম 176 মাটি আদিবাসীদের দেবস্থানের পাট্টা দেওয়া হয়েছে l তাদের জন্য ট্রাইবেল অ্যাডভাইজারি কাউন্সিল তৈরি করেছে এই সরকার l মাহাতোদের কুর্মী বোর্ড গঠন করা হয়েছে l এরপর রাজবংশী কামতাপুরি ইত্যাদি সম্প্রদায়ের জন্য ও বোর্ড গঠন করার কথা ভাবা হচ্ছে l