উত্তর ২8 পরগনা, অশোকনগর, টুম্পা অধিকারী: উত্তর ২8 পরগনা জেলার অশোকনগরে এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল অভিজিৎ হালদার নামে এক অটোচালকের। বাড়ি আশরাবাদ রেল কলোনি এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় অটোচালক রেলগেট থেকে অশোকনগর স্টেশন এর দিকে যাচ্ছিল ঠিক তখনই হাবরা দিক থেকে অশোকনগরের দিকে আসা একটি 8০৭ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ঠিক তখনই গাড়ি থেকে ছিটকে পড়ে যায় রাস্তার উপরে অটোচালক গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু হয় তার, এবং আহত হয়েছে অটোতে থাকা দুজন যাত্রী যাদেরকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাবড়া স্টেট জেনারেল হসপিটাল এ তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ।
অশোকনগরে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত ১ আহত ২
READ MORE : JHARGRAM: বাড়ির উঠোনে ফের বাঘের পায়ের ছাপ?
READ MORE : নেতাজির জন্মদিনে ‘রক্ত দাও’ শিবির সাঁকরাইলে, আয়োজনে তৃণমূল কংগ্রেস
READ MORE : বহিরাগত শ্রমিক আসায় মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পে স্থানীয়দের বিক্ষোভ বাঁকুড়ায়
ঘাতক লরিটি কে আটকে ফেলে স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় অশোকনগর থানা অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে এবং আটক করে ঘাতক লরিটি কে, ঠিক কীভাবে ঘটল দুর্ঘটনা খতিয়ে দেখছে অশোকনগর থানার পুলিশ।