স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম:- রাস্তায় পড়ে থাকা অসুস্থ ব্যাক্তির প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দিলেন ঝাড়গ্রাম থানার এক পুলিশ কর্মকর্তা। ঝাড়গ্রামের রঘুনাথপুর এলাকার বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক এর এটিএম কাউন্টারের সামনে শনিবার সকালে জ্ঞান হীন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার সাধারণ মানুষ। তবে করোনা আতঙ্কের ভয়ে তারা হাত গুটিয়ে নেয়। যার ফলে তিনি দীর্ঘক্ষণ অচৈতন্য অবস্থায় পড়ে থাকেন রাস্তায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। তবে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন ঝাড়্গ্রাম থানার পুলিশ। রাস্তা থেকে উদ্ধার করে ওই ব্যক্তিকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই ব্যক্তির অবস্থা সঙ্কটজনক। তার নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি। ঝাড়গ্রাম এলাকার পুলিশ ওই ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা করছে।
অমানবিকতার নিদর্শন, শেষমেষ পুলিশ এসে রাস্তা থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করল যুবকের দেহ
RELATED ARTICLES