ঝাড়গ্রাম: কয়েক বছর আগে ‘গ্রীন ফাউন্ডেশন’- এর পথ চলা শুরু হয়। ঝাড়গ্রাম শহরের কয়েক জন যুবক মিলে সমাজকল্যাণমূলক কাজ করার উদ্দেশ্যে তারা এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। ফাউন্ডেশনটির মূল লক্ষ অরণ্যসুন্দরী ঝাড়গ্রামকে আরও সবুজ ও সতেজ করে তোলা। অরণ্য শহরকে বিভিন্ন ফুল ও ফলের গাছের সাজিয়ে তোলা এবং পার্থেনিয়াম মুক্ত শহর গড়ে তোলা তাদের মূল পাথেয়। করোনার প্রথম ঢেউয়ে যখন নাজেহাল সারাবাংলা; লকডাউন-এর জেরে যখন সাধারন মানুষ প্রকৃতির ভূমিকা উপলব্ধি করতে শুরু করেছে, সেই সময় অর্থাৎ ২০২০ তে ঝাড়গ্রাম এর বিভিন্ন প্রান্তে তারা ৭০০ টি গাছ লাগান। যার মধ্যে কিছু গাছ নষ্ট হলেও, বেশিরভাগ গাছ ইতিমধ্যেই বড় হতে শুরু করেছে।
এই বছর তাদের লক্ষ্য, সারা বছর ধরে ৫০০ টি ফুল ও ফলের গাছ শহরের বিভিন্ন প্রান্তে লাগানো। ইতিমধ্যেই তারা কৃষ্ণচূড়া, কদম, কুসুম, বকুল প্রভৃতি গাছ লাগানো শুরু করে দিয়েছে। করোনা কালে অক্সিজেনের অভাবে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। একসময় দেশে হাহাকার লেগে যায় অক্সিজেনের জন্য। সেই হাহাকারের পুনরাবৃত্তি যাতে আর না হয়, এবং মানুষ যাতে প্রকৃতি থেকেই বিশুদ্ধ অক্সিজেন সংগ্রহ করতে সক্ষম হয়, সেই কারণেই অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহরকে সবুজে ভরে দিতে চাইছে ‘সবুজ ফাউন্ডেশন’। তাদের এই অভিনব ও মহান উদ্যোগে শহরের সমস্ত বৃক্ষপ্রেমী মানুষদের পাশে পেতে চাইছে তারা; যাতে আগামী দিনে তারা আরও অনেক সমাজকল্যাণমূলক কাজ করতে পারে। ঝাড়গ্রাম-এর সাধারণ মানুষকে উপহার দিতে পারে এক সবুজ শহর।
অভিনব উদ্যোগ নিল ঝাড়গ্রাম শহরের গ্রীন ফাউন্ডেশন
RELATED ARTICLES