স্টাফ রিপোর্টার, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের আমলাচাতি ভেষজ উদ্যানে গতকাল, ১৪ জুন হাতিকে বেরোনোর পথ করে দিতে গিয়েই হাতির আক্রমণে মৃত্যু হল বনকর্মীর। জানা গিয়েছে, গতকাল ওই ভেষজ উদ্যানে ঢুকে পড়েছিল চারটি হাতি। গ্রামবাসীরা শত চেষ্টা করেও সেই হাতি গুলিকে বের করতে পারেনি। অবশেষে তারা শরণাপন্ন হন ফরেস্ট ডিপার্টমেন্টের। সন্ধ্যেবেলায় বন দপ্তরের হাতি তাড়ানোর দল এবং পুলিশ ওই অঞ্চলে পৌঁছান। হাতি গুলিকে সুরক্ষার সাথে বের করে দিতে উদ্যানের মেন গেট খুলে দিতে গিয়েছিলেন বনকর্মী বুদ্ধদেব শবর। সেই সময় হঠাৎ আক্রমণ! একটি হাতি দ্রুত ছুটে এসে বুদ্ধদেব বাবুকে ধরে ফেলে। ঘটনার আকস্মিকতায় উপস্থিত গ্রামবাসী চিৎকার শুরু করে। গ্রামবাসীর চিৎকার ও তাড়া খেয়ে হাতিটি ছেড়ে দেয় বুদ্ধদেবকে। কিন্তু ততক্ষণে বুদ্ধদেব বাবুর ডান পা গুড়িয়ে দিয়েছে হাতিটি। স্থানীয় মানুষ ও পুলিশের সহযোগিতায় বুদ্ধদেব বাবুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবুও শেষ রক্ষা হয় না! রাত দশটা নাগাদ তিনি মারা যান। বনকর্মী বুদ্ধদেব বাবুর মৃত্যুর ঘটনায় এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি, এই ঘটনার জেরে চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। গ্রামবাসীদের বক্তব্য একটি হাতি বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনার পর থেকেই এরূপ আক্রমণাত্মক হয়ে উঠেছে হাতির দল। আগে বছরে দুই, তিনবার হাতি হলেও এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় দাঁড়িয়েছে হাতির আগমন। শিরে সংক্রান্তি প্রত্যেক গ্রামবাসীর। তাই চরম আতংকের মধ্য দিয়ে তাদের দিন কাটছে।